স্বপ্নের পৃষ্ঠা
তোমাকে ভুলেই দিব্যি কেটে যায় দিন, যজ্ঞ পৃথিবী!
দিনের সব অন্ধকারের ভেতরে হাসি ছুঁয়ে যায়, যেনবা সূর্য।
এক পশলা বৃষ্টি আসে প্লাবক হাসিতে
ক্ষণেক্ষণে উড়ে যায় মেঘ;
নাচিয়ে যায় শ্রাবণ সুখ কামিনী রূপ-
যেবা ছিল স্বপ্নের সোনালি প্রসব।
নিজের ভেতর স্বপ্ন পাখি হয়, আকাশ হয়। বৃক্ষ হয়-
ঘাসের নরম ডেগামনে দোল খাওয়া পাতা থেকে ফুল
যজ্ঞধূম পৃথিবীর বড় রাত হয়।
তটস্ত ঘুমের পাশে ঝিঝি পোকার নির্মম প্রলাপও হয়-
অথচ ভালবাসবার মানুষ হয় না! শূন্যতায় বলেছিল…
_________________
তাং- ২৬/০৭/১৮ ইং
খুবই পরিচ্ছন্ন কবিতা পড়লাম। মন ভালো হয়ে গেলো কবি দা।
অবিরাম শুভেচ্ছা প্রিয় কবিদি
কবিতা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় কবি মি. টিপু সুলতান। শুভ সন্ধ্যা।
প্রীতিময় কৃতজ্ঞতা প্রিয় স্যার
তটস্ত ঘুমের পাশে ঝিঝি পোকার নির্মম প্রলাপও হয়-


অথচ ভালবাসবার মানুষ হয় না!
দারুন
অজস্র ভালবাসা প্রিয় কবিভাই
আপনার ক্লাসিক ঘরানার লেখা গুলোন আমার কাছে বেশ লাগে সুলতান ভাই।
আপ্লুত প্রাণে শুভেচ্ছা ক্রমাগত প্রিয় কবিদা