বাদলা দিনের গান
তোমার ঘরে আগুন দেব, উদাস দুপুর
রৌদ্র মাখা বটের পাতায় জলের নূপুর।
তোমার মুখে রঙ মাখাবে মেঘলা কালো চুল
কদম কেয়া নাচবে তখন দুলবে কাশফুল।
তোমার বুকে কাটবে সাঁতার, বাদলা দিনের গান
চুমুর টানে ভাগ হবে সব; শ্রাবণের প্রাণ।
তোমার চোখে চোখ খুঁজিবে হিজলবনের পাখি
ঘাসফুলেরা দাঁড়িয়ে যাবে, নিত্যনতুন মাখি!
তোমার ঠোঁটে ঠোঁট বসাবে সরব নীরবতি
ঘাসফড়িং আর মাটির গন্ধ, উড়ুক প্রজাপতি।
তোমার মনে শুদ্ধ হবো, শুদ্ধ হবে তুমি
আগুন দেব-উদাস দুপুর, হঠাৎ বৃষ্টি আমি।
তোমার ভেতর ডুবে যাবো, খানিক ভরসা
নদ নদী আর পদ্মদিঘি, পল্লীগ্রাম-শহুরের বরষা।
অনেক সুন্দর হয়েছে কবিতাটি। অভিনন্দন কবি দা।
তোমার মনে শুদ্ধ হবো, শুদ্ধ হবে তুমি
আগুন দেব-উদাস দুপুর, হঠাৎ বৃষ্টি আমি।
* বিশুদ্ধ ভালোবাসা …
আপনার কবিতার গঠন, শব্দের পরিমিতি বোধ যথেষ্ঠ আকর্ষণীয়। শুভ সকাল কবি।
শ্রদ্ধা স্যার
ধন্যবাদ কবিদি
শুভেচ্ছা কবি