সেগুনপাতার চুম্বনটুকু
আজ উড়িয়ে দিলাম যতটুকু প্রেরণা
সবিই সেগুনপাতায় বেধে, শুভেচ্ছার চুম্বনটুকু গুছিয়ে রেখো-
হয়তো কোন একদিন প্রয়োজনের মন্ত্র হবে;
একা চলন্ত পথে যখন বিছিন্ন হাঁটবে-
চারদিকে দুর্লভ ঝাপসা অচেনা একাকার-
পৃথিবীর মুড়ো হতে শেষ। ঠিক মুহূর্তে দাঁড়িয়ে মেলে নিয়ো
সেগুনপাতার চুম্বনটুকু; দুর্দান্ত এক শক্তি, চিরন্তন বোধের সঞ্চয়।
আন্তরিকতার প্রেরণা; একটি পাখি যখন
দুর্নামা ঝড়ের কবলে পাড়ি দেয় কোন এক আশ্রয়ে
ঠিক তুমিও তাই…
_______________
তাং-০৭/০৯/১৬
টিএসসি-ঢাকা
সেগুনপাতার চুম্বনটুকু; দুর্দান্ত এক শক্তি, চিরন্তন বোধের সঞ্চয়।
___ চমৎকার এবং আকর্ষণীয় একটি কবিতা। অভিনন্দন প্রিয় কবি টিপু সুলতান।
আন্তরিকতার প্রেরণা; একটি পাখি যখন
দুর্নামা ঝড়ের কবলে পাড়ি দেয় কোন এক আশ্রয়ে
ঠিক তুমিও তাই…সুন্দর প্রকাশ——–টিপু দা
খুব ভালো লাগলো
ধন্যবাদ প্রিয়। শুভেচ্ছা ক্রমাগত
প্রিয়তমা অভিমান করে চলে গেলেও সে যেনো বিপদে পড়লে উদ্ধার পেতে পারে তার জন্য চলে যাওয়ার সময় সেই হাতিয়ার টুকু সংগে দিয়ে দিলেন।
এরই নাম বুঝি নিঃস্বার্থ ভালোবাসা!
শুভকামনা কবি টিপু সুলতান এর জন্য




একটি পাখি যখন
দুর্নামা ঝড়ের কবলে পাড়ি দেয় কোন এক আশ্রয়ে – দুর্নামা শব্দটির ভালো প্রয়োগ করেছেন।
আপনি সবসময় অসাধারণ লেখেন। আপনার কবিতা গুলোর আলাদা সৌন্দর্য্য থাকে।
এবং শব্দনীড়ের প্রতি অজস্র ভালবাসা,শ্রদ্ধা
অনেক সুন্দর একটি কবিতা।
পরিপাটি গোছানো কবিতা।
অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা কবিদা
একটি পাখি যখন
দুর্নামা ঝড়ের কবলে পাড়ি দেয় কোন এক আশ্রয়ে
ঠিক তুমিও তাই…
* শুভ কামনা সবসময়…
শুভেচ্ছা প্রিয় কবিভাই।ভালব