হলুদ মার্কারি চোখ
হলুদ মার্কারি চোখ, কবুতরেরঃ
তারপর! স্বচ্ছসলিলায় উর্বর পৃথিবী
ঊর্মিলা শস্যের চিকন ঘ্রাণ
ওরাকল মাংসের শ্লোক পাখিটি
শেকল ছেঁড়া ডিগবাজি খেলে-
সোনামুখি সূচের সেলাইয়ে
বিমুগ্ধতার বেলাভূমি, সমুদ্রের ফুটপাথে
জলজ মালিনীর ঢেউ বেলাশেষের সংগীত গায়
নির্জনতা ভেঙ্গে মাটির পাহাড়ে
পৃথুলতার বৃক্ষধিরাজ, সুদীর্ঘ সমুদ্রকোল
মাটির বিছানায় ঘাসের কোমরে
রুপালি রাঙার হিমহিম শাদা কুয়াশা ছড়ানো
নরম আভিজাত্যে লুটিয়ে যায়-
তারপর! কবি শারদী পুতুলের চোখে হলুদ চোখ রাখেঃ
স্বপ্ন খোঁজে। ডিগবাজি কবিতা কত দূর…
ঊর্মিলা শস্যের চিকন ঘ্রাণ। কী যে অসাধারণ সব শাব্দিক উপমার সম্মিলন ঘটিয়েছেন পড়ে অবাক হলাম প্রিয় কবি মি. টিপু সুলতান। অনেক অভিনন্দন।
আপনাদের দোয়ায় এবং আশির্বাদে স্যার।প্রীতিকর শুভেচ্ছা
অদ্ভুত সুন্দর কবিতা। কবি'র জন্য শুভকামনা রেখে গেলাম।
অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা দিভাই
অসাধারণ।
অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি
অনবদ্য নির্মাণশৈলী




শুভেচ্ছা এবং ভালবাসা সতত
সুন্দর কবিতা প্রিয় কবি।
ধন্যবাদ প্রিয় কবি দিভাই
তারপর! কবি শারদী পুতুলের চোখে হলুদ চোখ রাখেঃ—সুন্দর কবি দা
অজস্র ধন্যবাদ দাদা