রাজনীতি পাঠ

রাজনীতি পাঠ

সমুদ্র পাঠ করি:যেখানে বাণিজ্যতরী ঝুঁকে আছে।
মহাকালস্রোতে জলরাশির সমুদ্রতট থেকে ধূসরে গড়ানো
আধুনিক আঁকা শত পৃষ্ঠা সমান পৃথিবী-
মিউজিক শব্দের শরীরাংশে ছড়ানো বিপ্লব
সমস্ত সৌজন্যের অতীত,বর্তমান ও ভবিষ্যতের কবিতা;

এগুলো নির্ভয় বলতে পারি
ভোরের শিশু-শিল্পদের নগর
সবুজে স্নায়ুবিক পাঠশালা-
হুকবাঁধা গুজব ও গ্লানিবোধ
মুছে ফেলা শত আলোর পথ।

ভ্রুণ রাজনীতি পড়ে;
অথচ ভ্রুণের মাথায় কবিতা আসে না।
রাজনীতি গিলে খায়
ছানাছানা লাল রক্তের গণতন্ত্র,জনগণ ও নরম মাটি;
অদম্য বাড়ন্তের সন্তান!দেশ শূন্যকার-

টিপু সুলতান সম্পর্কে

টিপু সুলতান লেখক নামঃ আদি সানম ১২ অক্টোবর ১৯৮৬ কেশবপুর, যশোর। বাংলাদেশ। জীবন বৃত্তান্ত; লিকলিকে স্বচ্ছ ক্যানভাস নদীর শরীরে উপচে পড়া প্রেমালিকার ঢেউ, স্রোতস্বিনী কল্লোলঃ প্রথম বার্তা,সবুজ আফ্রোদি উদ্দ্যানে গানের বাঁশিতে সংগীত শোনায়- লেবুগাছ ঘ্রাণ-আলাজ শরবত আমার পূর্ণানন্দ, নক্ষত্র-পৃথিবীপৃষ্ঠ হৃদয়বীণা রোদে পোড়া সখিনার রক্ত,শাদা দুধের মা; কালোত্তীর্ণ সন্তান আমি তাঁর শেষ অনন্দটুকুর ছায়ানট- মানুষ হয়ে ওঠা প্রবাদ ও সংলাপ। ★ প্রথম কাব্যগ্রন্থঃ গৃহ কারাগার।২০১৭ ইং। নৃ প্রকাশন,ঢাকা। প্রচ্ছদঃ কাব্য কারিম। ★ যৌথ কাব্যগ্রন্থ থেকে জাতীয় ম্যাগাজিন,লিটল ম্যাগ, পোর্টাল, জাতীয় পত্রিকাসহ বিভিন্ন ব্লগে টুকিটাক লেখালেখি। প্রিয় বাক্যঃ আমি ভালো আছি, তুমি...

7 thoughts on “রাজনীতি পাঠ

  1. 'মহাকালস্রোতে জলরাশির সমুদ্রতট থেকে ধূসর গড়ানো সমস্ত সৌজন্যের অতীত, বর্তমান ও ভবিষ্যতের কবিতা …রাজনীতি পাঠ।' ___ নির্মেদ সত্য এই কথা গুলোন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. স্যারের প্রতি আগাগোড়া শ্রদ্ধা এবং অজস্র ভালবাসা।প্রীতিময় শুভেচ্ছা 

  2. আসলেই তাই কবি। দেশ শূন্যকার। লালনের গীতিকবিতা মনে পড়লো –

    "মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি। এই মানুষে মানুষ গাথা গাছে যেমন আলকলতা। জেনে শুনে মুড়াও মাথা জাতে ত্বরাবি। দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজলে। মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি। এই মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার।" :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।