রাজনীতি পাঠ
সমুদ্র পাঠ করি:যেখানে বাণিজ্যতরী ঝুঁকে আছে।
মহাকালস্রোতে জলরাশির সমুদ্রতট থেকে ধূসরে গড়ানো
আধুনিক আঁকা শত পৃষ্ঠা সমান পৃথিবী-
মিউজিক শব্দের শরীরাংশে ছড়ানো বিপ্লব
সমস্ত সৌজন্যের অতীত,বর্তমান ও ভবিষ্যতের কবিতা;
এগুলো নির্ভয় বলতে পারি
ভোরের শিশু-শিল্পদের নগর
সবুজে স্নায়ুবিক পাঠশালা-
হুকবাঁধা গুজব ও গ্লানিবোধ
মুছে ফেলা শত আলোর পথ।
ভ্রুণ রাজনীতি পড়ে;
অথচ ভ্রুণের মাথায় কবিতা আসে না।
রাজনীতি গিলে খায়
ছানাছানা লাল রক্তের গণতন্ত্র,জনগণ ও নরম মাটি;
অদম্য বাড়ন্তের সন্তান!দেশ শূন্যকার-
'মহাকালস্রোতে জলরাশির সমুদ্রতট থেকে ধূসর গড়ানো সমস্ত সৌজন্যের অতীত, বর্তমান ও ভবিষ্যতের কবিতা …রাজনীতি পাঠ।' ___ নির্মেদ সত্য এই কথা গুলোন।
স্যারের প্রতি আগাগোড়া শ্রদ্ধা এবং অজস্র ভালবাসা।প্রীতিময় শুভেচ্ছা
ধন্যবাদ কবি।
আসলেই তাই কবি। দেশ শূন্যকার। লালনের গীতিকবিতা মনে পড়লো –
"মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি। এই মানুষে মানুষ গাথা গাছে যেমন আলকলতা। জেনে শুনে মুড়াও মাথা জাতে ত্বরাবি। দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজলে। মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি। এই মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার।"
অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিভাই।সুন্দর উপস্থাপনের বর্ণনায়
বাহ! অসাধারণ!
কবিতো কবিই! কবির ধারলো কলম আঁটকে রাখার সাধ্য কার?
শুভ সকালের শুভেচ্ছা প্রিয় কবি।অজস্র ধন্যবাদ প্রিয়