জ্যোৎস্নার পায়াভারী শব্দ
অনেক খবর ছিল, অধ্যুষিত গোপনীয়তাঃ
রাত্রির তলপেটে লুকিয়ে যায় ধূলো-পথ
দূরের ছায়াটানা দ্বীপের মতন টিমটিম গ্রাম্যল্যাম্প;
সেদিন একা ছিলাম। হাঁটতে হাঁটতে
হেমন্তের কুয়াশায় জ্যোৎস্নার পায়াভারী শব্দ,
বাতাসের ছলাৎছলাৎ ঢেউ, ঘোর রাত্রিতে ঘিরে ধরে
আমার এ্যাভিনিউ ভাবনার একাকীত্ব ছায়ানট।
গান গাইতে থাকি। শিশিরধৌত ধান গাছ-
মহাশূন্যে তাকিয়ে বেজোড় সুর শোনে।
বাঁদুড় ডানা ঝাপটায়-ইলিশা আকাশে।
ঝিঝি রাত্রির অবারিত মাঠ, শেয়ালের চোখে জ্বলে
– দীপজ্যোতি; ওদিকে ধীরেধীরে রাত পোহায়।
সেদিন একা ছিলাম।হাঁটতে হাঁটতে
হেমন্তের কুয়াশায় জ্যোৎস্নার পায়াভারী শব্দ,—–চমৎ্রকার প্রকাশ কবি দা
ভালবাসা প্রিয় কবিদা
আপনার প্রতিটি লেখা সুন্দর এবং পরিপাটি লেখা। পড়তে বেশ লাগে দাদা।
ধন্যবাদ এবং শুভেচ্ছা প্রিয় দিভাই
আপনার কবিতা গুলোন পড়ে চলেছি আর মুগ্ধতাও বাড়ছে মি. টিপু সুলতান।
শ্রদ্ধা প্রিয় স্যার
যে কোন কবিতার বক্তব্যের পাশাপাশি শিরোনামও গুরুত্বপূর্ণ। আপনি সফল।
অসংখ্য ধন্যবাদ প্রিয় কবিদি
অনেক সুন্দর।
ধন্যবাদ দাদা
কবিতাটি পড়তে পড়তে কোথায় যেনো হারিয়ে যাচ্ছিলাম
আপনি অসাধারণ লেখেন প্রিয় কবি টিপু সুলতান ভাই




শুভেচ্ছা কবিভাই।ভালবাসা
ঝিঝি রাত্রির অবারিত মাঠ, শেয়ালের চোখে জ্বলে
– দীপজ্যোতি; ওদিকে ধীরেধীরে রাত পোহায়।
* বেশ সুন্দর কবিতা…
শুভেচ্ছা এবং ভালবাসা প্রিয়