যতদূর গোধূলি
চোখের সম্মুখে প্রাচীর, উঁচু কালো পর্দার রাত্রি
মুখস্থ কথাগুলো একবারো স্বেচ্ছায় প্রদীপশিখায় জ্বলে না-
মন খারাপ বন্ধু, সুযোগ পেলে কব্জির করিডোরে
পলাতক অতীত খুঁজি;যতদূর গাঢ়তর গোধূলি-
গহীন সন্ধে ঢাকা ধানগাছের সুনীল আকাশ
দীর্ঘ হেমন্তের পিতলা ঘাস, শীত-শীত কাঁচা শিশির পোহানো-
দেহের ভেতর হলুদ কমলা লেবুর গন্ধ, যাদুকরী শব্দ চতুর্দিক।
বাইরে বুড়ো খাটাশ, রোম কুয়াশায় অবাধ্য বিচরণ তাঁর-
পোয়া রাত্রির চাঁদ-ভাঙা আলো, চিৎ হওয়া পুরনো শুঁকনো পাতা
বিষাক্ত নখের আঙোশ থেকে ফের ডাকে আবডাল।
চমৎকার কথা কাব্য প্রিয় কবি মি. টিপু সুলতান।
শ্রদ্ধা এবং শ্রদ্ধা স্যার
কবিতায় মুগ্ধতা প্রকাশ করলাম কবি সুলতান ভাই।
প্রিয় দাদা
চমৎকার লেখেন আপনি।
ভাল লাগে।
ভালবাসা
পুনরায় মুগ্ধতা প্রিয় কবি সুলতান দা। শুভ সন্ধ্যা।
ধন্যবাদ দিভাই