নির্ঘুম শহরনামা
নির্ঘুম শহরনামা, ওপাশে শালবনের অরণ্য
জ্যোৎস্নার আলো খসে পড়ে পাতার পলেস্তরায়-
নির্জন উপত্যকা-মৃদু স্রোতে বিউগল বাজে
ব্যাঙ ও মাছ শোনে গান; কালকীট শেয়াল দাঁড়ানো
ঝরাপাতার বুক চেপে কুয়াশা রাত পোহায়-
বুঁদ হয় অন্তঃপুরের বিবর্ণ ব্যস্ত দেয়াল।
ধূলোর প্রাসাদে অধর পথ, বন্দরে নাভিমূল বাড়ি
তাঁর পাশে ষষ্ঠ ঋতুর অঙ্গন, আংটি বাঁকা মাঠ-
ফুলের গুঞ্জন-বৃদ্ধ মৌমাছি-পাখাহীন পোষ্টার!
পরিচ্ছন্ন পরিপাটি লিখা। অভিনন্দন প্রিয় কবি মি. টিপু সুলতান।
ভালবাসা স্যার
মুগ্ধতা রাখলাম কবি দা।
ধন্যবাদ দিভাই
আরিব্বাহ কবি টিপু সুলতান ভাই। চমৎকার।
শুভেচ্ছা দাদা
অসাধারণ সুন্দর লেখনীতে মুগ্ধতা রেখে যাই।
ভালো থাকুন শ্রদ্ধেয়।
ভালবাসা প্রিয়