একতাল নৃত্য
সংক্রমণ রোগ শূন্যে ভেসে ওঠে
নগরীর পায়ে স্যাঁতস্যাঁতে ছত্রাকবিদ্যা, মহাশ্মশান হয়ে
মন্থর শহরে শূলমুখো কলম দীপ্ত মগজের ক্ষেত চষে;
নীরব কম্পনধ্বনি গহীন শেকড়ে, জীবের ভেতর।
অথচ নিরোগ করোটির একতাল নৃত্য, আগাম সুখবর-
নতুনখাতায় নাগরিক সিম্পনির স্নায়ু মন আঁকে, গণতন্ত্র!
"মন্থর শহরে শূলমুখো কলম দীপ্ত মগজের ক্ষেত চষে;
নীরব কম্পনধ্বনি গহীন শেকড়ে, জীবের ভেতর।"
অনেক সুন্দর।
শুভেচ্ছা কবি সুলতান ভাই।
শুভকামনা থাকলো ভাই
