অনেকগুলো পা
আমরা অনেকগুলো পা একত্র করেছি।
ধূলিশোয়া মাটির ওপরে বিরাট জনতা
শান্তির প্রচ্ছায়ায় সজ্জা অবনমিত স্লোগান;
দুরন্ত ঝাঁকে গুচ্ছ কুয়াশা আড়ালে দিগন্ত ভোর
শীতের শহরে ধূসর আন্দোলন থামিয়ে
আবার এসেছি প্রত্যেক দরজায় দরজায়-
নদী হয়ে, মাঠ হয়ে,শোভিত আনকোরা কবিতায়।
সব ক্রোধ সন্ধ্যার পকেটে জমাট বেধে
হাতে রাখা লাল গোলাপ, সবুজের ব্যাজ
এই হৃদয়ে স্ববাংলার লোকালয়,
আঁচল পাতা মাতৃস্নেহ, আদিগন্ত সারি-
সৌধশিখরের হাট, এখানে সবাই রাজ!
বরাবরের সেই একই যেন অমেোঘ উচ্চারণ। আমাদের বাস্তবতা।
শ্রদ্ধা স্যার
চমৎকার আপনার কবিতার ভাবনা। শুভেচ্ছা কবি দা।
শুভেচ্ছা দিভাই
দারুণ কবিতা কবি সুলতান ভাই।
শুভেচ্ছা এবং ভালবাসা দাদা