পায়চারি
জলের শরীরে শীতল জ্বর।
আদিগন্ত বিলের শেওলা ডগায় ওড়ে বালিহাঁস-
ঘনবন গাছের দেওয়াল বাঁধানো শামুক সারির মত
সংগীত ভাঙে বীজ ছিটানো মাঠ ;
একটি বালক দুটি হাতে তালি ওড়ায়।
ঝরাপাতার শরীরে শিশির বিছানো চাদর
বুড়ো বৃক্ষবকুল মুড়ো রূপে সময়ের সাজঘরে-
পুকুর পাড়ে ধূসর বেজী মুখ উচায়
নববধুর উঠানে ঘরপোষা সন্ধ্যার পাখি তাথৈ নাচে
এভাবে প্রতিদিন আটকে যায় চোখ-
ভেসে যায় নিত্য ঘর,
ভেসে আসে সকল গোছানো পায়চারি!
অনন্য সুন্দর কবিতা।
ধন্যবাদ কবিদি
আপনার কবিতা পড়লে মুগ হতেই হয়। অভিনন্দন মি. টিপু সুলতান।
ভালবাসা স্যার
দারুণ প্রিয় সুলতান ভাই।
শুভেচ্ছা প্রিয় কবি