কঙ্কালমালিনীর শেষকথা
হাঁটছি ছায়ার সঙ্গে কথা বলতে বলতে
হাতের ডান পাশ করাত কাটা গাছের মুখোমুখি
বা-পাশে সমুদ্রের দৈর্ঘ্য জল
দ্রোপদি কুজবক দুরন্ত আকাশের পথ আঁকে
দিগন্তের ছয়টি গল্প সূর্যের আলোয় মেঘ কাটে-
এক টুকরো স্বপ্নালু-নিশাচর পরিযায়ীর মত;
পৃথিবীর এভিনিউ থেকে কঙ্কালমালিনীর শেষকথা
উঠে আসে রোজ, আঙুলের আংটি হারিয়ে গেছে
হাত খালি চুড়ি ভাঙা তাঁর
সেদিন ব্যাগভর্তি সহৃদয় কান্না করেছিল।
পেপারওয়েট চাপা সমাজ
আজ যেন চিলেকোঠার দুরারোগ্য ক্যাকটাস।
চমৎকার এবং আবারও মুগ্ধ হলাম প্রিয় কবি মি. টিপু সুলতান। শুভ সন্ধ্যা।
অজস্র শুভেচ্ছা স্যার।ভালবাসা জানবেন প্রিয়
কবি এবং কবিতার জন্য অভিনন্দন প্রিয় কবি।
ধন্যবাদ কবিদি।শুভেচ্ছা
কঙ্কালমালিনীর শেষকথায় ভালোবাসা কবি সুলতান ভাই।
ভালবাসা দাদা | প্রিয় কবি
শিরোনাম আর শিরো কথা সুন্দর হয়েছে ভাই।
ভালো লেখার চেষ্টা করি মাত্র।ধন্যবাদ কবি