এখন কথা বলার সময়
আমার বাসিন্দা পাড়ার ফুলগাছ দেখতে
ও পাড়ার মেয়ে
দৈনিক গ্রাম্যগলির পথ ধরে হেঁটে যায়
খুব ভোরে
জানালার রোজগার বাতাসে
প্রজাপতি ওড়ে,
দুচোখের লজ্জারং তাঁর চোখ আঁকে; প্রেম।
এই ব্যাকুল আনন্দ
আর মৃদু হাসি মেলে ধরে
সুমিশ্রণ নোনতা নোনতা থুঃথুঃ গিলে খায়-
সংসারের সকল ঠিকানা;
বসন্ত এসে গেছে। বর্ষা এসে গেছে।
এখন কথা বলার সময়।
কবিতায় অভিনন্দন সুপ্রিয় কবি মি. টিপু সুলতান। ধন্যবাদ।
ভালবাসা প্রিয় স্যার
সুন্দর পরিচ্ছন্ন শব্দবোধন প্রিয় কবি দা।
শুভেচ্ছা দিভাই
বসন্ত এসে গেছে। বর্ষা এসে গেছে। এখন কথা বলার সময়।' সময় সময়ের কথায় সুন্দর চিত্রায়ণ।
ভালবাসা
ভালো লাগা প্রিয় কবি টিপু সুলতান ভাই।
শুভেচ্ছা এবং ভালবাসা প্রিয়
ভালো কবিতা।
শুভেচ্ছা দিভাই
বেশ ভালো লিখেছেন,, শুভেচ্ছা প্রিয় কবি
ধন্যবাদ এবং শুভেচ্ছা