ঝিঝি আলো
একা ঘুমাতে পারি না, আম্মুর কাছে দৌড়ে যাই
অমবস্যার গাঢ় অন্ধকার নিস্তব্ধ কবরের পাশে
মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে ডুমুর গাছ
ভাঁটফুল গন্ধ ছড়ায়,বাঁশপাতা ফোস ফোস করে
মাতালের মতো লাফ দেয় একচোট জীবিত শব্দ
চোখ জ্বল জ্বল, দূরে ঘাড় ফেরানো আবছায়া অন্তর;
নিস্তব্ধ মিশ্রণে ক্ষয়ে যায় নমিত ভয়ে শরীর-ঘাম
চুপিসার গাঢ় হরিতালে দীর্ঘ হরফে গাঁথি
ফজরের আযান, পাখিরডাক, শোরগোল জীবিত সকাল
শরীর কাঁপানো ঝিঝি আলো খুলে পড়ে …
______________________
১৩.০৪.১৯ ইং | ঢাকা | শুভ নববর্ষ
শুভ নববর্ষ কবি টিপু সুলতান। শুভ সকাল।
প্রীতি…
স্যার।
নিস্তব্ধ মিশ্রণে ক্ষয়ে যায় নমিত ভয়ে শরীর-ঘাম
চুপিসার গাঢ় হরিতালে দীর্ঘ হরফে গাঁথি। অদ্ভুত অসাধারন। চমৎকার।
শুভেচ্ছা কবিভাই
নববর্ষ কবি টিপু সুলতান ভাই।
ভালবাসা প্রিয় দাদা
আপনার কবিতাকে আমি সমীহের দৃষ্টিতে দেখি প্রিয় কবি দা।
শুভেচ্ছা দিভাই
সুন্দর কবিতা।
শুভেচ্ছা দিভাই