রাত ভাষা বোঝে
আমার প্রিয় তুমি। সব সময়
– শ্যামলা নারী, হিমোগ্লোবিন গাঁথা
রক্তজবার মতো লাল চোখ …
আগুন ঢালো, জল ঢালো
তবু ভীষণ যন্ত্রণায় ভালবাসা।
একলা যুবক, আমি একলা পুরুষ
চোখে গহিন সুখসার আকাঙ্ক্ষা,
কোজাগরী স্বপ্ন বুকডান মৌসুম তলে
স্নায়ুচাপা তরঙ্গ নিঃশ্বাস ওড়ায়-
পাগল পাগল অনুরণন বাহানা
পাখির মতো চুপচাপ গাছডালে
রাত ভাষা বোঝে, তুমি কী বোঝ না?
______________
১৮.০৬.১৯ ইং। ঢাকা।
পরিচ্ছন্ন পরিপাটি কবিতা মি. টিপু সুলতান। গুড লাক ফর এভরি মোমেন্ট।
শুভেচ্ছা প্রিয় স্যার।ভালবাসা অবিরাম
অপূর্ব এবং জীবনের সরলীকরণ। শুভেচ্ছা রইলো কবি টিপু সুলতান।
ক্রমাগত শুভেচ্ছা সতত
কবিতায় ভালোবাসা কবি টিপু ভাই।
শ্রদ্ধা দাদা।প্রিয় দাদা
আগুন ঢালো, জল ঢালো তবু ভীষণ যন্ত্রণায় ভালবাসা।
শুভেচ্ছা প্রিয় দিভাই
সুন্দর।
ধন্যবাদ অবিরত
ভালো কবিতা পড়লাম।
ধন্যবাদ এবং শুভেচ্ছা