বিপন্ন আদমশুমারি
মায়ের কবর-বাবারটা, আমারটা অদূরে তাকায়-
রামদা করতল-প্রশস্ত, মানুষ ও রাষ্ট্র-বিপন্ন-আদমশুমারি
তারপর! প্রতিদিন-দীর্ঘ গণকাতারে মাটি চাপা দেয়-
মানুষ; মাটিলগ্ন মৃত লাশ-নাভিকাটা উপহার-
এই ব্রক্ষ্ম পৃথিবী-তালিকা কর, আর একটি নাম
বিপন্ন আদমশুমারি
মায়ের কবর-বাবারটা, আমারটা অদূরে তাকায়-
রামদা করতল-প্রশস্ত, মানুষ ও রাষ্ট্র-বিপন্ন-আদমশুমারি
তারপর! প্রতিদিন-দীর্ঘ গণকাতারে মাটি চাপা দেয়-
মানুষ; মাটিলগ্ন মৃত লাশ-নাভিকাটা উপহার-
এই ব্রক্ষ্ম পৃথিবী-তালিকা কর, আর একটি নাম
মন্তব্য প্রধান বন্ধ আছে।
মানুষ ও রাষ্ট্র-বিপন্ন এই কথাটি এখন আর অসত্য নয় মি. টিপু সুলতান।
অসংখ্য শুভেচ্ছা স্যার
পরিচ্ছন্ন কবিতা টিপু সুলতান ভাই।
অজস্র ভালবাসা প্রিয় ভাইজান
কবিতায় অভিনন্দন কবি টিপু ভাই।
সতত শ্রদ্ধা প্রিয় দাদা
সুন্দর কবিতা।
অজস্র শুভেচ্ছা কবি'দি
দারুণ কবিতা ভাইজান।
ভালবাসা প্রিয় ভাইজান
ভাল লিখেছেন কবি দা।
শুভেচ্ছা প্রিয় দিভাই