সব জায়গায় সব কথা বলতে নেই
সব জায়গায় সব হিসেব কষতে নেই
সব কথাও শুনতে নেই
কখনো কখনো সবকিছু দেখতে নেই
সময় এখন ভালো যাচ্ছে না
সব গোপন বিষয় ফাঁস করতে নেই
সব জায়গায় বসতে নেই-মিশতে নেই
কখনো কখনো অযথার্থ হাসতে নেই
নিজেকে সেভ রাখা এখন দীর্ঘ শিল্পতা
সব প্রেমকে বিশ্বাস করতে নেই
সব বিষাদেও কাঁদতে নেই
সব দাবি তুলতে নেই
কখনো কখনো সব উপহার নিতে নেই
এখন বড্ড দুঃসময়-শক্তিহ্রাস নগর
সব গানে মন ভাঙতে নেই
সব জল-পান করতে নেই
কখনো কণ্ঠস্বরে অজান্ত মিছিল তুলতে নেই
নাগরিক এখন আচ্ছাদিত বরফ জমা পর্বতমালা
বিপরীতক্রমে-নিঝুম প্রার্থনায়-
আমাদের স্রষ্টাকে জানানো শ্রেয়!
সব জায়গায় সব কথা বলতে নেই
সব জায়গায় সব হিসেব কষতে নেই
সব কথাও শুনতে নেই।
অসাধারণ বাস্তবতা তুলে ধরেছেন মি. টিপু সুলতান। শুভ সকাল।
প্রিয় স্যার,আপনার মগ্নচর্চায় অনূদিত মন্তব্যে আমার আন্তরিক ও অনুপম শুভেচ্ছা
খুবই স্পষ্ট বক্তব্য কবি টিপু সুলতান ভাই। নিয়মিত আপনার লিখা পড়তে চাই।
প্রিয় ভাই,প্রিয় কবি-নিত্য ভাবনার দীর্ঘ বর্ণমালায় আপনাকে
অসংখ্য শুভেচ্ছা
সুন্দর উপস্থাপনা। কাব্যিকতায় মুগ্ধ হলাম।
শব্দপ্রয়োগ ও ভাষার প্রয়োগ অসাধারণ।
কাব্যপাঠে পরিতৃপ্ত হলাম। প্রিয়কবিকে অভিনন্দন জানাই।
সাথে থাকবেন, এটা প্রত্যাশা করি।
সাথে থাকুন ও পাশে রাখুন।
জয়গুরু!
প্রিয় দাদা,প্রিয় কবি-এই আষাঢ়ে ঋতুর হঠাৎ বৃষ্টির পাতা নড়া
বিশুদ্ধ হাওয়ার নিত্য শুভেচ্ছা
আজকের কবিতাটি বেশ বড়ো সরো এবং বিশদ। ভালো লাগা রইলো কবি টিপু দা।
প্রিয় দাদা,প্রিয় কবি-এমন নীরব মুখরে হঠাৎ ঠাণ্ডা বাতাস ভেসে আসা ষড়
ঋতুর শুভেচ্ছা
অসাধারণ প্রিয় কবি দা।
প্রিয় দিভাই,প্রিয় কবি-এ বলা সে বলার কথা,যে বলায় শুভেচ্ছা থাকে জমা
মানসম্মত একটি কবিতা ভাই।
প্রিয় ভাই,প্রিয় কবি-তাই তো বলি,
বলার মতো করে-আপনাকে সকল বেলার গুচ্ছ গুচ্ছ শুভেচ্ছা
মুগ্ধ হলাম কবি। সুন্দর।
প্রিয় দিভাই,প্রিয় কবি-আজই জ্যোৎস্না ভাসুক,আকাশে
মেঘ আসুক তেমনি স্বেচ্ছায়
ঘুমন্ত জানালার থাইগ্লাস সরে দাঁড়াক
হাতের ওপিঠে ঠেস রাখা দেয়ালে,বিউগল খেয়ালে
রাতের অনন্ত অন্ধকার ভোর সকালে
জীবন্ত দু শালিক হয়ে উড়ে যাক।
★এমনই শুভেচ্ছা।