চোখে নেমে যাচ্ছে শোক

চোখে নেমে যাচ্ছে শোক

হাতের ওপিঠে ঠেস রাখা দেয়াল
ঘুমন্ত জানালার থাইগ্লাস সরিয়ে
খুন চালানো প্রাকটিস দেখতে থাকলাম।

কেবল ক্যারাম বোডের মতো
টুকরো টুকরো সকল অঙ্গ-প্রত্যঙ্গ ছত্রছায়া
এ্যারারুড ময়দায় ছড়ানো-নৈশব্দ
আর কোনো অবশিষ্ট নেই-আনুষ্ঠানিক;

বিউগল বাজাচ্ছে গাছপাতা-বৃক্ষপুরুষ
এভাবে-কখনো সখনো রাত-দিন
চোখে নেমে যাচ্ছে শোক, অনুতাপ-
জীবন্ত দু শালিক উড়ে যায়-অচিন্ত্য আকাশ।

টিপু সুলতান সম্পর্কে

টিপু সুলতান লেখক নামঃ আদি সানম ১২ অক্টোবর ১৯৮৬ কেশবপুর, যশোর। বাংলাদেশ। জীবন বৃত্তান্ত; লিকলিকে স্বচ্ছ ক্যানভাস নদীর শরীরে উপচে পড়া প্রেমালিকার ঢেউ, স্রোতস্বিনী কল্লোলঃ প্রথম বার্তা,সবুজ আফ্রোদি উদ্দ্যানে গানের বাঁশিতে সংগীত শোনায়- লেবুগাছ ঘ্রাণ-আলাজ শরবত আমার পূর্ণানন্দ, নক্ষত্র-পৃথিবীপৃষ্ঠ হৃদয়বীণা রোদে পোড়া সখিনার রক্ত,শাদা দুধের মা; কালোত্তীর্ণ সন্তান আমি তাঁর শেষ অনন্দটুকুর ছায়ানট- মানুষ হয়ে ওঠা প্রবাদ ও সংলাপ। ★ প্রথম কাব্যগ্রন্থঃ গৃহ কারাগার।২০১৭ ইং। নৃ প্রকাশন,ঢাকা। প্রচ্ছদঃ কাব্য কারিম। ★ যৌথ কাব্যগ্রন্থ থেকে জাতীয় ম্যাগাজিন,লিটল ম্যাগ, পোর্টাল, জাতীয় পত্রিকাসহ বিভিন্ন ব্লগে টুকিটাক লেখালেখি। প্রিয় বাক্যঃ আমি ভালো আছি, তুমি...

14 thoughts on “চোখে নেমে যাচ্ছে শোক

  1. ভালো লাগার মতো কবিতা। শুভেচ্ছা কবি মি. টিপু সুলতান।

  2. বরাবরই আপনি এবং আপনার কবিতা অসাধারণ টিপু ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. অনেক সুন্দর হয়েছে কবিতাটি কবি টিপু সুলতান ভাই। :) 

  4. আপনার কবিতা অসাধারণ লাগে আমার কাছে প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  5. চোখে নেমে যাচ্ছে শোক, অনুতাপ-
    জীবন্ত দু শালিক উড়ে যায়-অচিন্ত্য আকাশ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  6. ক্লাসিক কবিতাটি খুই ভালো হয়েছে ভাই। :)

    1. নান্দনিক শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ কবি

মন্তব্য প্রধান বন্ধ আছে।