চোখে নেমে যাচ্ছে শোক
হাতের ওপিঠে ঠেস রাখা দেয়াল
ঘুমন্ত জানালার থাইগ্লাস সরিয়ে
খুন চালানো প্রাকটিস দেখতে থাকলাম।
কেবল ক্যারাম বোডের মতো
টুকরো টুকরো সকল অঙ্গ-প্রত্যঙ্গ ছত্রছায়া
এ্যারারুড ময়দায় ছড়ানো-নৈশব্দ
আর কোনো অবশিষ্ট নেই-আনুষ্ঠানিক;
বিউগল বাজাচ্ছে গাছপাতা-বৃক্ষপুরুষ
এভাবে-কখনো সখনো রাত-দিন
চোখে নেমে যাচ্ছে শোক, অনুতাপ-
জীবন্ত দু শালিক উড়ে যায়-অচিন্ত্য আকাশ।
ভালো লাগার মতো কবিতা। শুভেচ্ছা কবি মি. টিপু সুলতান।
অনিন্দ্য ভালবাসা জানবেন স্যার
বরাবরই আপনি এবং আপনার কবিতা অসাধারণ টিপু ভাই। ভালোবাসা।
শ্রদ্ধা প্রিয় দাদা
অনেক সুন্দর হয়েছে কবিতাটি কবি টিপু সুলতান ভাই।
অনেক অনেক ভালবাসা প্রিয় ভাই
আপনার কবিতা অসাধারণ লাগে আমার কাছে প্রিয় কবি দা।
শ্রদ্ধা এবং শুভেচ্ছা দিভাই
সিম্পলি বেস্ট ওয়ান।
অনেক অনেক ভালবাসা
চোখে নেমে যাচ্ছে শোক, অনুতাপ-
জীবন্ত দু শালিক উড়ে যায়-অচিন্ত্য আকাশ।
প্রীতিপদ শুভেচ্ছা প্রিয় কবি
ক্লাসিক কবিতাটি খুই ভালো হয়েছে ভাই।
নান্দনিক শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ কবি