কুটকুটে গাঢ় হলুদ ফেব্রিকসের মতো বৈকালের রোদ
নেমে এসে শর্ত জুড়ে দিয়েছে যেন
মাছকাঁটা খণ্ডে ছড়ানো নীল আকাশ, নোম্যান্স দূরে পাটগাছ-
দখিনে লেফটরাইট খেলা করছে দুদণ্ড পায়ে
মোড়লবাড়ীর বউ, চুলকালো মাথা-খেজুরগাছের ডাটপাতায়
বাধা একঝোপ ঘাস, দুলছে; খুব দ্রুততাল ফিরছে বাড়ির পথ-
– গ্রাম, পল্লীবধূ-আহার, সংসারপাতা ঘন নিখুঁত সাজ!
7 thoughts on “সংসার”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কবিতাটি পছন্দ হলেও বেশ কঠিন মনে হলো। শুভেচ্ছা কবি মি. টিপু সুলতান।
সুন্দর কবিতা প্রিয় কবি টিপু ভাই।
সংসার। ভাল লেখা প্রিয় কবি দা।
ভালোবাসাময় ভালোবাসা টিপু ভাই।
নিখুঁত নিখাদ সুন্দর হয়েছে কবি ভাই।
সুন্দর প্রকাশ সংসারকে ঘিরে। ভালো লাগলো কবি।
ভালো কবিতা।