পৃথিবীর কানে কানে পৌছে দাও
মদমত্ত উল্লাস-রক্তজবা যৌবন
আজাদী কাশ্মীর-শোষিত প্রাণী
অবরুদ্ধ ভূস্বর্গ নীলিমার দ্যাশ-
তোমার পদধ্বনি রোল
জনক জননী-স্বদেশ
অগ্রিম শপথ-রুটি রুজি করোটি
দিগন্ত কাঁপানো সোনালি ভোর
পাহাড় কুটিরে গোপন পা
যৌবনভরা স্বাধীনতা উর্বর
এ সবই আদিগন্ত শিহরণ
তোমার গ্রীবায় ফুটুক লাল গোলাপ
রক্ত ভেজা হাড়বৃক্ষ-কুচিকুচি মাংস ছাল
তোমার চঞ্চল ধমনীর ক্লান্ত দেহ
তোমার সঙ্গিনী হারা সৃজন ব্যথা
বুক চাপা তৃতীয় যুদ্ধ ফিরুক-
মুক্তির সঞ্জীবনী বিস্ফারণ অনর্গল!
আজাদী কাশ্মীর-শোষিত প্রাণী … অবরুদ্ধ ভূস্বর্গ নীলিমার দ্যাশ।
কাশ্মীর বাসীদের প্রতি সমবেদনা।
চাই শান্তিপূর্ণ সমাধান।
বাংলায় যারা বসবাস করছি, কাজ করছি আমরা ভীষণ উদ্বিঘ্ন।
সুন্দর।
সুন্দর কবিতা।
যুদ্ধের মাধ্যমেই সকল অস্বাভাবিক পরিস্থিতি তাদের স্বাভাবিক রুপ লাভ করে।