যারা পিচ ঢেলে নিষিদ্ধ পথ এঁকেছ
আমরা তোমাদের খুঁজি-
শাদা আকাশের নিচে
দু’সারি দেবদারু বৃক্ষের মতো
মাটির মাতৃভাষা উচ্চারণ শুনে;
সৈন্যসামন্ত পিষে যাচ্ছে
ঘাসভর্তি নিঃশ্বাস,
জীবিত মেরুদণ্ড-হাড়, ও পথে-
আমরা সমাপ্ত করি’নি
আমাদের সন্ধান
হরিয়ানাদের ভেতর
তোমাদের বন্ধুত্ব ডুবে থাকা
-নীরব ঘাই-মেশিনগান
সমস্যার কারণে কয়েকদিন শব্দনীড়ে আসা হয়নি। আজকে কিছু লেখা পড়েছি। আপনার কবিতাটি আমার ভালো লেগেছে টিপু সুলতান ভাই। একরাশ ভালোবাসা।
কবিতার থিম পরিচ্ছন্ন এবং স্বচ্ছ মানের। বরাবরের মতো সুন্দর। অভিনন্দন কবি।
পছন্দ করি আপনার কবিতা কবি সুলতান ভাই।
আপনার কবিগুলোন অসাধারণ হয় প্রিয় কবি দা।
অসাধারণ কবি।
ভালো লাগলো।
সৈন্যসামন্ত পিষে যাচ্ছে
ঘাসভর্তি নিঃশ্বাস,
জীবিত মেরুদণ্ড-হাড়, ও পথে-
আপনার কবিতার ভাষার বাস্তবেও এমন দেখা যাচ্ছে হে কবি।