বসন্ত ফিরে যাচ্ছে।
অথচ গা ভাসিয়ে দিয়েছ
দূর্বাঘাসের ডগায়
জমা রেখে
তেত্রিশ বছরের ঠোঁট-
সন্তর্পণে শেষ করে যাচ্ছ
নাগরিক সম্পর্ক-
আমরা ভেবে চলেছি
মাছ কাটাকুটির মতো;
হে দেবী,তুমি মাতৃবংশ
খণ্ড খণ্ড ভাগ করে দিচ্ছ-
হাতে হাতে প্রতিপক্ষ,
আর জখমের তরবারি!
অভিনন্দন মি. টিপু সুলতান।
ভালোবাসাময় ভলেোবাসা কবি টিপু সুলতান ভাই।
বরাবরের মতো সুন্দর।
সুন্দর।
আপনার সুলেখিত কবিতা পড়ে মুগ্ধ হলাম। শুভেচ্ছা জানবেন প্রিয় কবি।
অভিনন্দন প্রিয় কবি দা।
শুভেচ্ছা জানবেন কবি ভাই।