জোড় গ্রীষ্ম-রোদ ও আগুন
কবর ভেবে ঘুমায়-
নিঃশ্বাসের এ্যামাজন পৃথিবী
জটলামুখো ভাগ হয়ে যায়
উন্নত সব চরিত্র
অনুচ্চারিত শব্দের মধ্যদিয়ে
ফিরে যায়
আত্মীয় স্বজন প্রতিবেশী
শাদা কাগজে আঁকানো
নতুন নতুন নাকমুখ-দেহ
পরিচিত ছাই কয়লা ক্ষতদাগ
কেবল জীবিত চেনা ক’জন
অসাধারণ একটি প্রচ্ছদের সাথে অসামান্য একটি লিখা। অভিনন্দন মি. টিপু সুলতান।
শাদা কাগজে আঁকানো নতুন নতুন নাকমুখ-দেহ, পরিচিত ছাই কয়লা ক্ষতদাগ; কেবল জীবিত চেনা ক’জন। অসাধারণ কবি ভাই।
ভালোবাসাময় ভালোবাসা থাক জীবনে কবি টিপু সুলতান ভাই।
নিঃসন্দেহে সুন্দর হয়েছে কবিতাটি। শুভেচ্ছা কবি টিপু ভাই। শুভসন্ধ্যা।
শুভেচ্ছা প্রিয় কবি দা।
বেশ লিখেছেন ভাই।