দূর মাঠ হতে শস্যের সীমানাপ্রাচীর
হেঁটে আসছে লম্বা এক উপকূল …
নিকটবর্তী সমাগত সমুদ্র, সমরক্ত
ভাষায় ঝাউবনের ছায়ালোক
এমাথা-ওমাথা-জ্বরতপ্ত বাতাস
ডাহুকের শরীরে ঢুকে যাচ্ছে ধাবমান দিগন্ত
বেজোড়ে মেপল পাতার মওসুম
নতুন পাতার আগমনে
পড়ন্ত বৈকাল রাজবাগান আপেলের
দীঘল বন ছুঁয়ে যাচ্ছে রোদ;
মায়াবী হরিণের শেকড়ে দৌড়ঝাঁপ
সেদিনের উত্তেজনা ছিল গাঢ়
পুষ্পরসে ধানবাগান উষ্ণ সরোবর
এক ঘনীভূত স্বাস্থ্যবান ফসলির আয়োজন!
কবিতায় সুন্দর এবং অসাধারণ শাব্দিক আয়োজন। অভিনন্দন মি. টিপু সুলতান।
কাব্যিকতায় মুগ্ধ হলাম।
শুভেচ্ছা জানাই। জয়গুরু!
দারুণ কবিতা। অভিনন্দন কবি টিপু সুলতান ভাই।
আপনার কবিতা মানে একরাশ মুগ্ধতা।
শুভেচ্ছা প্রিয় কবি দা।
ভালোবাসা কবি টিপু ভাই।