এ্যালিফ্যান্ট রোড ধরে কাঁটাবন যাচ্ছি
রিকশার হুডখোলা ঝাঁপ ভীষণ পতন শব্দে বিষণ্ন
অনেক ব্যস্ততা,উপুড় চোখে ঝাঁপসা দেখছি
বাটা শোরুমের ভেতর হতে অপরাহ্ণ বেরিয়ে আসছে
-শতে শতে, পা গুনে রাখা যায় না, গোপন ইশতেহার
এই রাজপথে তুমিও এসো প্রিয়
মাটিশুদ্ধ পাইনগাছ দণ্ডিত দাড়ে আমার সঙ্গে
তার নবজাতক পাতা বিলিয়ে আসন পেতেছে
বায়ুবাষ্পিত রং চায়ের চুমক সেরে
কোনো এক সমতল ভবনের গ্রন্থাগারে ঢুকে পড়ব
বেয়াড়া বসন্ত ভেঙ্গে
দু’জন দুজনকে পাঠ শেষে শব্দলহরির-বিছানো পথ-
টানটান শহরের নীলক্ষেত হতে ঢাকা ক্যাম্পাস
উঁচু ইমারতির দাগ ধরে হাতিরপুল, বাংলামটর
গোপন উদ্বেগ নির্মাণে শাহবাগ, কালান্তরে চতুর্দিক
সম্ভবত আপনার একান্ত ব্যস্ততার কারণে শব্দনীড় পাঠকের সাথে তেমন সখ্যতা গড়ে উঠলো না। তবে আপনাকে শব্দনীড়ে পাওয়া গেলে ভালোই হতো মি. টিপু সুলতান।
শুভ সকাল এবং ধন্যবাদ।
অভিনন্দন কবি টিপু সুলতান ভাই।
চমৎকার লাগলো কবিতাটি। আপনার উপস্থিতি নাই।
ভালোবাসা কবি টিপু সুলতান ভাই।
সুন্দর।
* সুন্দর গল্প-কবিতা…