জনপূর্ণ চৌকাঠ পেরুলেই আত্মপতাকার সীমাহীন বন-
মাংসে বোনা নরম মায়া-এতবড় সুখবর দিতে চেয়েছি
নামধারী ফ্যাশন ডিজাইনের কাছে-
অথচ মগজ শূন্য পুরুষ হিসেবে দিতে পারিনি।
অসংখ্য শব্দ বাহির হচ্ছে-প্রখর রোদের স্রোতে
চেনাজানা পাতার প্রচ্ছদকাহিনী লেপ্টানো তাহাতে
আহা তরতরী নদী ফুঁড়ে পানসী ভাসা ডাগর ঢেউ
নতুন পুরাতন শব্দের ইলালিপি বহমান,তাহাদের নাচঘর থেকে
আকাশ ওড়ে; তাহাদের ইকোনো সাজঘর থেকে
দুই ডানার পাখি ছায়া ফেলে যায়-হেমন্ত আশ্বিনে-
সূর্যের মতো জ্বলে তথ্যসূত্র, সোনালি ধান
কুয়াশার দুধসাদা ঠোঁট চুষে খায়-
আগত অনাগত মুখ; অদূরে কেউ নয়-বিবর্ণ পৃথিবীর প্রাণ
আগত অনাগত মুখ; অদূরে কেউ নয়-বিবর্ণ পৃথিবীর প্রাণ। অসাধারণ সমাপ্তি।
আপনার কবিতা ভালো লাগে কবি ভাই। একসারি শুভেচ্ছা……….
চমৎকার কবি টিপু সুলতান ভাই।
মুগ্ধতা প্রকাশ করলাম কবি টিপু সুলতান ভাই।
টিপু সুলতান ভাইয়ের উপস্থিতি নাই।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা।