তোমার চোখ এখনও সাক্ষী দেয়-সদর প্রকাশ্যে
এই বলে-বিস্তর দুনিয়ায় হইচই চুইয়ে পড়ছে
সব ক্রুশ ঋতু হতে দেখো-রক্তলাল জবামুখ সটানে তাকায়-
কুয়াশা যেদিন তোমার মুথাশরীর আড়াল করেছিল
বেঁফাস দরজার ভিড় ঠেলে উৎসুক অরণ্যজাতেরা উঁকি দিত
অমঙ্গলা হাত হতে বেরিয়ে আসার অগাধ নেশায়-
কেবল মদ্যশালার চিটচিটে ভোর, ধূসরে টুপ টাপ গলে পড়ে-
সংক্ষিপ্তে সুন্দর কবি টিপু সুলতান ভাই।
ভালোবাসা কবি সুলতান ভাই।
অভিনন্দন কবি মি. টিপু সুলতান।
দারুণ কবি ভাই।
সুন্দর লিখেছেন প্রিয় কবি দা।