রাষ্ট্র দেখিয়ে তোমরা অনেক কিছু করেছ। কেড়েছ উত্তরাধিকার-
আমার শরীর ঘেটেঘুটে বাহির করেছ
শ্রমণ চাষে তরতর বেড়ে ওঠা
সকল মেরুদণ্ডীয় তল্পিতল্পা-অবাধ সাহস ও আঙ্গুলের ব্রক্ষ্মাণ্ড
অথচ তোমরা জানো না রক্তে বারুদ লেগে আছে
ফুঁসফুঁস চিরে জাগর কাটে আলো বিছানো নাড়ীর সরুরেখা অঙ্গন-
পাখিদের পৌরুষ অরণ্য কাঁধে তুলে হুলস্থুল মাটির নাভিতে
বীজ ছড়ায়-অনন্ত বাঁশির সুরে লুটিয়ে পড়ে সন্তপ্ত পুষ্পক পা-
অসাড় আঙ্গুলের ইতিহাস, উত্থানের যতিচিহ্ন-রক্ত বাগান
ভেবো না আত্মাহুতি দেব, শরম রয়েছে-জোড় হাতে বাংলাদেশ
শ্রমণ চাষে তরতর বেড়ে ওঠা
সকল মেরুদণ্ডীয় তল্পিতল্পা-অবাধ সাহস ও আঙ্গুলের ব্রক্ষ্মাণ্ড
অথচ তোমরা জানো না রক্তে বারুদ লেগে আছে।
দারুণ প্রত্যয়ে অসাধারণ কথা-কাব্য।
শুভেচ্ছা কবি টিপু সুলতান ভাই।
সুন্দর।
অভিনন্দন কবি সুলতান ভাই।