জোড় হাতে বাংলাদেশ ৪

এই উর্বরে চতুর ফসলির ফুল ফুটবে চোখ-কান, মুখ হয়ে
তোমাদের পরিচিত কলোনির ভোরে-
আমার শরীরির ওপর নৃত্য করবে অনন্ত ঋতুর গুঞ্জানো সন্তান,
বহুরূপে ধাবিত হবে আলগা কুয়াশার জঙ্গি পেরিয়ে-

উন্নত বাসনায়-ফাল্গুনের মেরুদণ্ড শ্রমণের সেতু বাঁধবে –
পরশকাতরে সোনালি দিনের কাঠামোগত গোলাঘর-
পথ হারানো মুসাফির-বৃক্ষছায়া-নিদারুণ রাখালি গান
তারপর কেবল ঠোঁট জেগে ওঠবে তোমাদের থুতনির ওপর;
ব্রক্ষ্মাসূর্যোদয়ে-রাষ্ট্রের আলপথে-তোমরা নেড়েচেড়ে দেখো-
আমার রক্ত ধারাপাত এঁকে যায় ঘর দরজা, সটান নৌকোর নদী-
চোখের কোণায় কোণায় আঁকিবুঁকি আক্ষরিক জলোচ্ছ্বাস
চেপে ধরি বিশাল করতলে আদিগন্ত দেহ-সোনালি ধান-
মাছকাঁটার মতো বিম্বিত মানচিত্রাবলি-

যতই ক্ষেত পুড়ে যাক দীক্ষিত উর্বর মাটি-কেবল
শিশির ঢেলে যাচ্ছে হীমকন্যাদের গতরে সোনালি আলো,
শালিকপাখির ডাকে মুড়িয়ে যায় টুটিচাপা ত্রাস-
ঋতুপাত বিরোধী মালিকেরা জেনে রেখো-
তোমাদের পাকা হৃদপিণ্ড ধরে-একদিন পা টিপে পালাবে-

টিপু সুলতান সম্পর্কে

টিপু সুলতান লেখক নামঃ আদি সানম ১২ অক্টোবর ১৯৮৬ কেশবপুর, যশোর। বাংলাদেশ। জীবন বৃত্তান্ত; লিকলিকে স্বচ্ছ ক্যানভাস নদীর শরীরে উপচে পড়া প্রেমালিকার ঢেউ, স্রোতস্বিনী কল্লোলঃ প্রথম বার্তা,সবুজ আফ্রোদি উদ্দ্যানে গানের বাঁশিতে সংগীত শোনায়- লেবুগাছ ঘ্রাণ-আলাজ শরবত আমার পূর্ণানন্দ, নক্ষত্র-পৃথিবীপৃষ্ঠ হৃদয়বীণা রোদে পোড়া সখিনার রক্ত,শাদা দুধের মা; কালোত্তীর্ণ সন্তান আমি তাঁর শেষ অনন্দটুকুর ছায়ানট- মানুষ হয়ে ওঠা প্রবাদ ও সংলাপ। ★ প্রথম কাব্যগ্রন্থঃ গৃহ কারাগার।২০১৭ ইং। নৃ প্রকাশন,ঢাকা। প্রচ্ছদঃ কাব্য কারিম। ★ যৌথ কাব্যগ্রন্থ থেকে জাতীয় ম্যাগাজিন,লিটল ম্যাগ, পোর্টাল, জাতীয় পত্রিকাসহ বিভিন্ন ব্লগে টুকিটাক লেখালেখি। প্রিয় বাক্যঃ আমি ভালো আছি, তুমি...

14 thoughts on “জোড় হাতে বাংলাদেশ ৪

  1. ব্রক্ষ্মাসূর্যোদয়ে-রাষ্ট্রের আলপথে-তোমরা নেড়েচেড়ে দেখো-
    আমার রক্ত ধারাপাত এঁকে যায় ঘর দরজা, সটান নৌকোর নদী-
    চোখের কোণায় কোণায় আঁকিবুঁকি আক্ষরিক জলোচ্ছ্বাস।

    জোড় হাতে বাংলাদেশ। অসাধারণ একটি ধারাবাহিক পড়ে চলেছি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. প্রিয় স্যার শুভেচ্ছা জানবেন।ভালবাসা জানবেন।শ্রদ্ধা ক্রমাগত

  2. যতই ক্ষেত পুড়ে যাক দীক্ষিত উর্বর মাটি-কেবল
    শিশির ঢেলে যাচ্ছে হীমকন্যাদের গতরে সোনালি আলো,

     

    * শুভ কামনা কবির জন্য…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. আমার রক্ত ধারাপাত এঁকে যায় ঘর দরজা, সটান নৌকোর নদী-
    চোখের কোণায় কোণায় আঁকিবুঁকি আক্ষরিক জলোচ্ছ্বাস

     

    সালাম নিন কবি
    এভাবেই চলুক আপনার ক্ষুরধার কলমখানি। 
    শ্রদ্ধেয় কবি জানবেন শুভেচ্ছা সতত।

    1. ক্রমাগত শ্রদ্ধা এবং শুভেচ্ছা প্রিয়। ভালবাসা অশেষ 

  4. আপনার এই সিরিজটি আমার কাছে অসাধারণ লাগছে কবি টিপু সুলতান ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. শুভেচ্ছা এবং ভালবাসা প্রিয় কবি আপা / শ্রদ্ধা ক্রমাগত 

  5. ব্রক্ষ্মাসূর্যোদয়ে-রাষ্ট্রের আলপথে-তোমরা নেড়েচেড়ে দেখো-
    আমার রক্ত ধারাপাত এঁকে যায় ঘর দরজা, সটান নৌকোর নদী- https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।