একটি আঙ্গুল/একফোঁটা জল
শরীরের হাড় ভাঙ্গতে ভাঙ্গতে
কবরের বেনামী ঘাস পর্যন্ত পৌছে যায় অথচ তুমি বোঝ না,
তোমার সংসারে আগুন লাগুক, তোমার সংসারে আগুন লাগুক,
তোমার দ্বিতীয় জীবনে আগুন লাগুক
আমার একটি আঙ্গুল একফোঁটা জল নিয়ে বসে রয়;
একটি আঙ্গুল/একফোঁটা জল
শরীরের হাড় ভাঙ্গতে ভাঙ্গতে
কবরের বেনামী ঘাস পর্যন্ত পৌছে যায় অথচ তুমি বোঝ না,
তোমার সংসারে আগুন লাগুক, তোমার সংসারে আগুন লাগুক,
তোমার দ্বিতীয় জীবনে আগুন লাগুক
আমার একটি আঙ্গুল একফোঁটা জল নিয়ে বসে রয়;
মন্তব্য প্রধান বন্ধ আছে।
তোমার দ্বিতীয় জীবনে আগুন লাগুক
বাহ ! লাগুক তবে আগুন!!!!!
তোমার দ্বিতীয় জীবনে আগুন লাগুক…
সেটাই চেয়েছি জল দিয়ে নেভানোর জন্য
থাকুক না হয় সবার সংসারেই শান্তির হিমেল হাওয়া। শুভ সকাল। শুভ প্রত্যাশা।
তাই হোক স্যার/তবু…
দারুণ। আপনার লেখা গুলোর ভক্ত আমি কবি টিপু সুলতান।
শুভেচ্ছা প্রিয় কবি জী
প্রায় লিখাই অসাধারণ লাগে কবি টিপু ভাই।
ভালবাসা প্রিয়
তোমার দ্বিতীয় জীবনে আগুন লাগুক
মারাত্মক কবিতা।
ভাল লেগেছে।
ভালবাসা প্রিয়
ভালোবাসা রইলো কবি টিপু সুলতান ভাই।
ভালবাসা প্রিয় দাদা,প্রিয় কবি
সুন্দর কবিতা কবি।
শুভেচ্ছা কবি
তোমার সংসারে আগুন লাগুক, তোমার সংসারে আগুন লাগুক।
তাই লাগুক,তাই লাগুক/ শুভেচ্ছা প্রিয় কবি
* সুন্দর প্রকাশ…
ভালবাসা কবি