অনুভবের স্পর্শ
আমি যখন বেশী হতবিধ্বস্ত হয়ে পড়ি
তখন তোমাকে অনন্তবার স্মরণ করি
এসো দেখে যাও, বুকে সাঁতরায় জলোচ্ছ্বাস
অথচ তুমি শোনাও নিষেধের বাণী
আহ!আমার স্বপ্নকে এক কোদাল মাটি চাপা দাও
অনুভবের স্পর্শ
আমি যখন বেশী হতবিধ্বস্ত হয়ে পড়ি
তখন তোমাকে অনন্তবার স্মরণ করি
এসো দেখে যাও, বুকে সাঁতরায় জলোচ্ছ্বাস
অথচ তুমি শোনাও নিষেধের বাণী
আহ!আমার স্বপ্নকে এক কোদাল মাটি চাপা দাও
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা।
ভালোবাসা কবি টিপু সুলতান ভাই।
আপনি বরাবরই ভালো লেখেন কবি সুলতান ভাই। অভিনন্দন জানাই।
আপনার লেখাকে আমি সব সময়ই সপ্রশংস দৃষ্টিতে দেখি কবি টিপু সুলতান ভাই।
তুমি শোনাও নিষেধের বাণী
আহ! আমার স্বপ্নকে এক কোদাল মাটি চাপা দাও।
ভালো লাগলো কবি ভাই ।
সুন্দর।