যে কথাগুলো এখনো উঁকি দেয়-এখানে-
-বসে আছি, মাথার খুলি পাশে-মুখোমুখি
বহুদিন আগে, এই শহরে-আধখোলা চোখ
-পড়েছিল, শার্টের আলনায় মাকড়শাজাল;
স্নায়ুর ভেতরে জমে থাকা-অলেখিত হৈম দুপুর
ফসলের আলে-নিকানো উঠান-দিগন্তফুল
যতখানি প্রশ্ন মাঝারি উত্তর-বংশলতিকার মতো;
যার মুখ দেখে ঘুম ভাঙত, সে শিল্পীর হাতে
সালতামামী-সবুজ ঘাসে ঝুটোখোলা শিশির
ধূলোর শিথানে ফুরফুরে চড়ুইয়ের পালক
-রং ও শব্দ মেশানো গোল গোল জিজ্ঞাসা-
যে সুখ মনে রাখার মতো, প্রায় খড়কুটোর চাল-
চিন্তারও বাইরে, ভাঙাচোরা দিন শেষে সন্ধ্যা
একা ভাবি-আসে নবান্ন! তারপরও বিষণ্ণ কবিতা।
যে সুখ মনে রাখার মতো, প্রায় খড়কুটোর চাল-
চিন্তারও বাইরে, ভাঙাচোরা দিন শেষে সন্ধ্যা
একা ভাবি-আসে নবান্ন! তারপরও বিষণ্ণ কবিতা।
অসাধারণ পঙক্তিমালা কবি মি. টিপু সুলতান।
অসামান্য লেখনী ।
কবিতাটি পছন্দ করলাম কবি টিপু সুলতান ভাই।