আমাকে স্পর্শ দিও। ভাঙনের মৌন উৎসব-
তোমার তুলোধোনা বাতাসের ক্লান্ত শরীর
আছড়ে পড়া সন্ধ্যার আগে-যেদিক ছায়া
স্রোতে অরণ্য ঘোড়া ছোটে-জলনদী ফের
ধুলোক্ণা মেশানো ঘাসের চাটাই নোয়ানো-
যেখানে পাল পাল দিগন্তরেখা থেমে গেছে
আমার তো সব ছিল, আসবাবে সাজানো
বহুদিনের ঘর-সংসার, তর তরে বাড়ন্ত
ছেলেমেয়ে, লতাপল্লব গন্ধ রং-সিঁড়ির মতো;
নভোনীল আকাশে শঙ্খচিলের রোদ
নগর-দেয়ালে কথা গজানো নতুন করিডোর
ওহ! এইসবে অনূদিত অনন্ত কর্ণিয়ার ভেতর
ঠাসাঠাসি একগুচ্ছ উচ্চারণ, চেনা বকুলগাছ-
আমি শুধু খুঁজি, বাসনা আর আলো-বহুদিন
যারা আমাকে দিয়েছিল ব্রক্ষ্মপুত্র নদী-
ধূসর ঘাসে বাতাস-শ্যামলী গান, কুয়াশা গ্রাম
তারপর যারা অভিমানে ফিরে গেছে-অন্তরীণ-
আমাকে স্পর্শ দিও। ভাঙনের মৌন উৎসবে … অসাধারণ কবি টিপু সুলতান।
অসাধারণ লেখা।
ভাল কবিতা পড়ার পর অপূর্ব একটি তৃপ্তি কাজ করে।
ধন্যবাদ ও শুভ কামনা।