আমার ফুঁসফুঁস অসুখ বাধিয়ে নাচে
সবুজ উদ্যান-অদূরে পৌঢ় সুপারি গাছ
সুউচ্চ পৃথিবীর সব যন্ত্রণা কাঁধে দাঁড়িয়ে
অবশেষে বন্ধুর তিমিরে উঁকি দেয়-
ভোরের বাগান, গৌরী-মিথের বকুলফুল
আবার হিরণ্ম শাশ্বতে ঘ্রাণ ছড়ায়
চিবুকের ছায়ায় দীর্ঘ শব্দের জনসমুদ্র
তোমরা দেখো-আকাশের ঊরুতলে এক
থুবো নাভিফুল বাড়ি, আঙুলের পাশে-
একপাল বখাটে ইঁদুর কেটে খাচ্ছে
সুদূর কাজল চোখ, মহামারি বিধুর চুম্বন
আর দীর্ঘশ্বাস বয়ে বেড়াচ্ছে-অভিমানীর
শাদা চিঠি-ঋতুর পালকে বট-পৃথিবী-
যাঁহারা দেমাগ ধরে বসে আছ-অহেতুক
আমাকে টোকা দাও, টের পাবে। টের পাবে
নীল পেলবে হাওয়ার খুব কাছে-শত ভ্রমণ
দীর্ঘশ্বাস বয়ে বেড়াচ্ছে-অভিমানীর …
শাদা চিঠি-ঋতুর পালকে বট-পৃথিবী।
মনোরম ও মনোহর লেখনী ।
চমৎকার লেখনী
সোনালি ফসল গ্রামময় রূপ কবি দা
অনেক শুভ কামনা রইল—-