কোথায় হারিয়ে যাচ্ছ- মেঘজল, পাখিজন্ম ধরে-
তোমার অসমাপ্ত অভ্যাস শেষ হবার আগে
আমার হাত-পা কুয়াশার মধ্যদিয়ে হো হো হাসে
আমি নাকি বুঝিনি-নিখাঁদ নাগরিক করিডোর-
অথচ আমার নগর ছিল। সুদূরে-ধ্রুপদী চোখমুখ
শরীরগুলো ভিড় করা তমস্র অন্ধকার-নক্ষত্র
দীর্ঘ আদিম লতায় স্বজনপোষণ, রাজহংস
খেলে যাওয়া নিগূঢ় গ্রামদিঘী, হই টই ঘাস-শিশির
বালক বালিকার শ্রীফুল, বাগানে গোলাপগুচ্ছ
সারি সারি ঋতুরঙ, পথের শেষে-বৃক্ষ, দরদালান-
প্রেয়সীর চোখে বাদামী প্রেম-জীবনের দ্রাক্ষাসমুদ্র;
তারপর! গোটা পৃথিবীর রঙিন আদিত্য প্লাবন-
এভাবে কোরাস শব্দ পালানোর আগে, দীর্ঘতম-
হাড় ভেঙে হাড়ের গায়ে-জঠর ঠাসা সুদূরপ্রসারী
এই তো উৎসব, ভেবেছি-তোমাকে আরও মিলাবো-
সুদূরে-ধ্রুপদী চোখমুখ; শরীরগুলো ভিড় করা তমস্র অন্ধকার-নক্ষত্র …
দীর্ঘ আদিম লতায় স্বজনপোষণ। ___ চমৎকার উপমাময় কবিতায় শুভেচ্ছা কবি।
সুচিন্তিত মনোভাবের প্রকাশ, ভালোই ।
বেশ ভাবনাময় কবি দা