এইভাবে বিবর্তনের কথা বলো-শ গ্রাম, কা পাখি-গাছ বাইয়া
যেনবা সবকিছু ফুরিয়ে যাবার আগে
নিরন্ন ঘোর খাঁ খাঁ জীবের ভেতর, শেষ হতে দম নাও
হাওয়ার পিঠে ইনহেলার বসাইয়া, আরেকবার; তৈয়ার হোক
কেবল পাতাদের সিনেমা, উদাসীন গান-গড়াইয়া যাক
শুকনো গলা উপেক্ষা ঝাঁক ঝাঁক প্রতিধ্বনি, পুঁটিমাছের মতো;
শহুরে যাদুঘর গচ্ছিত প্রাণ-সেইরকম পৃথিবীর আলিঙ্গন
ঝিনুকের ভেতর গোপন বালুচরে মুক্তোর ভিড়-ও মানুষ!
পৃথিবীর আলিঙ্গন
নিরন্ন ঘোর খাঁ খাঁ জীবের ভেতর, শেষ হতে দম নাও
হাওয়ার পিঠে ইনহেলার বসাইয়া, আরেকবার; তৈয়ার হোক।