কমলা রোদের ফুসফুস

এই কদিনেই হাওয়ার মুখে শোনা যাচ্ছে

স্নিগ্ধ আলোর থির শব্দ, পায়চারি করে
সভ্যতার বিবর্তন পথ ধরে-এই পথে-
হেঁটে যাচ্ছে-হলুদ বাঁশের বন
ঝরাপাতার উঠানে ধানঢিবি উইপোকা
কাঠবিড়ালির মুখোমুখি পাখিগুলো
পা খুলে নামে হরেক রকম পালকি ঢেউ

একটা সকাল, একটা দুপুর ও সন্ধ্যা
প্রতিধ্বনি শুনি-হরিণের শিং যেনো
একটু একটু করে বড় হচ্ছে
আকাশ ডিঙ্গাইয়ে-এই পৃথিবীর জনপদ
নাটাই সুতো ধরে বাইয়া যায়
হাওয়ার ঘ্রাণে-আলোর প্রজনন, শরীর;

ভায়োলিনের সুরে সরে যাচ্ছে-চাঁদ
শপোয়া আলোর জোনাকি-
বুনো অন্ধকার কাটতে কাটতে
সুতোয় বুনে যায় কমলা রোদের ফুসফুস
দেখা হয় গলাগলির রিবন বাধা সব…

_______________________
৯ এপ্রিল ২০২০ | কেশবপুর, যশোর।

টিপু সুলতান সম্পর্কে

টিপু সুলতান লেখক নামঃ আদি সানম ১২ অক্টোবর ১৯৮৬ কেশবপুর, যশোর। বাংলাদেশ। জীবন বৃত্তান্ত; লিকলিকে স্বচ্ছ ক্যানভাস নদীর শরীরে উপচে পড়া প্রেমালিকার ঢেউ, স্রোতস্বিনী কল্লোলঃ প্রথম বার্তা,সবুজ আফ্রোদি উদ্দ্যানে গানের বাঁশিতে সংগীত শোনায়- লেবুগাছ ঘ্রাণ-আলাজ শরবত আমার পূর্ণানন্দ, নক্ষত্র-পৃথিবীপৃষ্ঠ হৃদয়বীণা রোদে পোড়া সখিনার রক্ত,শাদা দুধের মা; কালোত্তীর্ণ সন্তান আমি তাঁর শেষ অনন্দটুকুর ছায়ানট- মানুষ হয়ে ওঠা প্রবাদ ও সংলাপ। ★ প্রথম কাব্যগ্রন্থঃ গৃহ কারাগার।২০১৭ ইং। নৃ প্রকাশন,ঢাকা। প্রচ্ছদঃ কাব্য কারিম। ★ যৌথ কাব্যগ্রন্থ থেকে জাতীয় ম্যাগাজিন,লিটল ম্যাগ, পোর্টাল, জাতীয় পত্রিকাসহ বিভিন্ন ব্লগে টুকিটাক লেখালেখি। প্রিয় বাক্যঃ আমি ভালো আছি, তুমি...

3 thoughts on “কমলা রোদের ফুসফুস

  1. চমৎকার কবি টিপু দা

    অনেক অনেক ঈদ মোবারক

    নিশ্চিয় ভাল ও সুস্থ আছেন–

  2. আপনি বরাবরই খুব সুন্দর লিখেন………..

  3. "বুনো অন্ধকার কাটতে কাটতে… সুতোয় বুনে যায় কমলা রোদের ফুসফুস
    দেখা হয় গলাগলির রিবন বাধা সব…" ___  চমৎকার উপমা কবি মি. টিপু সুলতান।

মন্তব্য প্রধান বন্ধ আছে।