গাঢ় পথ শেষে, কড়িকাঠের সাঁকো বয়ে যায়
একটা দীর্ঘ বাউন্ডুলে নাচমুদ্রার মতো;
গাঢ়তর থেকে আরও অরণ্য গহীনে
বনগামী লবঙ্গতীরে তীর্থের বৃক্ষরা
যেমতি সাঁতরায়, জানালার কপাটে
ভোরের হামাগুড়ি হতে পোশাকের আলমারি
মূল থেকে গোলাপে, মাটিলগ্ন শরীরাল
চুমু খেতে খেতে অনন্তকাল খনন করে
এক ঘোড়দৌড় ধ্রুপদী স্বপ্ন, ন্যাপথলিনের গন্ধ
আহ! ক্লান্ত-রংধনু নাবিক
ঢেউয়ের আঘাতে দূর সীমারেখায়
রোজ কারো রূপালি মুখ আঁকে
শাদা ভাতের হাত-পা, গৃহপালিত আঙুল
নাচঘর হতে ভগ্নাবশেষ বর্ষার গৃহগোলপাতা নগরে
__________________
৮ আগস্ট ২০২০, রাজবাড়ি।
নাচঘর হতে ভগ্নাবশেষ বর্ষার গৃহগোলপাতা নগরে। ___ চমৎকার উপমাময় কবিতা। অনেক অনেক শুভেচ্ছা জানবেন কবি মি. টিপু সুলতান।
নন্দিত অনুভূতি প্রকাশ
বাহ সুন্দর কবি দা
চমতকার!
শুভকামনা রইলো শ্রদ্ধেয় কবি ।