আজকে আমি কিছু শিখি, যা দেখি-
বয়স চুরি হবার আগে-মিছিলে নামি
কারোয়ান মমতায় কৈশোর ঢুকে যায়
নিষিধের অনুবাদ, এ যুগচিতা-যন্ত্রণার-
টুপি পরে, ধুতি পরে, অথবা অনিয়ম করি
আমাদের সুন্দরে ওদের মতে দোষ-
অতসব শব্দ ফাটিয়ে কবিতায় বলা
যায় না, নগরবাসী দেখে এক ক্যাম্বাসার-
এই বাগানে ভোর নামে-ক্ষীয়মাণ সন্ধ্যা,
গভীর রাত-মাতাল করে যায় গণসংযোগ
মিথ্যে আশ্বাস নিয়ে সুর হারিয়ে ফেলছি
তোমরা যারা আমার মতো, নীরবতা ভাঙ্গো-
বকুলের রক্ত শাদা-তোমার রক্ত বোধিবৃক্ষ।
অসাধারণ উপস্থাপন I
কবিতার শিরোনাম এবং অনুভবীয় কনটেন্ট অসামান্য।
শুভেচ্ছা জানবেন কবি টিপু সুলতান।
খুব ভালো লিখেছেন, শুভ-কামনা রইলো……….
অনেক ভালো লিখেছেন, কবি। লেখা কবিতায়। শুভকমনা থাকলো।
অসাধারণ!! এভাবে লিখে যান আমাদের জন্য।