হাওয়ার বনভাঙা হরিণ পায়ে-দৌড়;
নৈঃশব্দ্য ফাটিয়ে সীমাহীন অস্থির পৌছয়
লুটপাট গুদামজাত কারখানায়
তৃণ নিনাদ লতার জন্মসূত্র ধরে
সত্যি কোনো এক বোচা মেয়ের মতো
ঊরুভঙ্গ কাঠে হলুদ সন্ধ্যার ডাকাত
খুন করে, খুন করে নরম ঠোঁটের ডাক
এই দরোজাখোলা সংবেদন শিয়রে
শ্রাবণ জল, শ্রাবণ রোদ-মার্বেলে গড়িয়ে
পথখরচার বর্ণিল লোকালয়ে
পরিণত মাপজোক নীরবচারী মেরুদণ্ড
ও ঘরবাঁধা বর্ণমালা, তুমি কী জেগে আছো?
যাপিত জীবনের অনুভূতি পড়লাম। শুভেচ্ছা রইলো প্রিয় কবি মি. টিপু সুলতান।
সত্যই চমৎকার কবিতা কবি দা
অনেকই জেগে থেকে ঘুমের ভান ধরে শুয়ে আছে, কবি । বাস্তবতা নিয়ে কবিতা পড়ে মুগ্ধ হলাম ।
ভালো কবিতা । অর্থবহ