তোমার সব দেনাপাওনা, একদিন-তাঁতে বোনা
রুমালে বেঁধে, ডাক কুরিয়ারে পাঠাইয়া দেব।
এই ধরো ফিসফিস কথা, তুমি করে বলা
ফিরিয়ে দেব সৌখিন ব্যবহার, আরও এতসব
খুব দ্রুত পাঠাব, বিলম্ব করব না, যতদূর সম্ভব
তোমার বাবার নামও, গ্রাম-পথে, কিংবা কালিগঞ্জে
যে পথে প্রতিদিন হাঁটো, যেপথ শেষ করো ব্যস্ততায়-
তোমার মা’র কাছে এবারো নালিশ করবে নাতো!
5 thoughts on “তোমার দেনাপাওনা সব”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বেশ ভাবনাময় কবি দা
বাহ্ চমৎকার !
অফুরান ভালোবাসা ও অন্তহীন শুভকামনা।
"তোমার সব দেনাপাওনা, একদিন-তাঁতে বোনা …
যে পথে প্রতিদিন হাঁটো, যেপথ শেষ করো ব্যস্ততায়।"
সুন্দর কবিতায় শুভেচ্ছা কবি টিপু সুলতান। শুভ দিন।
শুভেচ্ছা রেখে গেলাম কবি দাদাভাই।
আপনার কবিতায় ভালো লাগা রেখে গেলাম। শুভকামনা থাকলো।