কেবলই খুব বেশি, খুব বেশি মনে পড়ে
সে কী বিস্ময় জাগে হৃদয়ে আশপাশ
আহ!কী করে ভুলে যাই বালিকা
তোমার রূপের গল্প~কবিতা~উপন্যাস!
4 thoughts on “একাত্মা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কেবলই খুব বেশি, খুব বেশি মনে পড়ে
সে কী বিস্ময় জাগে হৃদয়ে আশপাশ
আহ!কী করে ভুলে যাই বালিকা
তোমার রূপের গল্প~কবিতা~উপন্যাস!
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সংক্ষিপ্তে সুন্দর।
ভোলামন ভুলে যেতে পারে না কবি। আমরা সবাই ভালোবাসার সাথে করেছি সন্ধি।
শুভকামনা থাকলো কবি।
সুন্দর
শুভেচ্ছা কবি সুলতান দাদাভাই।