এই স্বভাব দফতরের মাটিতে জন্ম আমার।
ভোর শেষে বন্ধুবেশী নাগরিকা
যোনীর ক্ষত হতে বেরিয়ে দেখি
কুয়াশা-ঘাসের ওপর শিশির সমুদ্র
বাষ্প হতে নেমে এল, সোনার ধান;
কেবল মাত্রা ধরে ছড়িয়ে পড়ল
নির্ভরে-জমায়েত, পুত্রঠোঁটে দুধ,
হাড়গোড়-সম্ভ্রম গোছানো শিষ্টতা
এবং এখনো সে কাঁপিয়ে যায় শিশ্নের ব্লাড!
3 thoughts on “সম্ভ্রম গোছানো শিষ্টতা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অসামান্য কবিতা।
খুবই অর্থবহ প্রকাশ।
চলিত বাস্তবতার নিরিখ।