পুরোনো আলিঙ্গন

চলো পাখি, একটা গোলাপ চুরি কইরা
দূর আকাশে উইড়্যা যাই…
ভোর আকাশে, তোর ডানার ভেতর
যত নক্ষত্র খসে পড়ুক
টুপটুপ মদের মতো; তবুও আমি তো!

বিস্তীর্ণ নীলের ভেতর মৃত কুয়াশা
চুপিচাপি কাচ ঘামানো মেঘ
কোনো এক ধানখেতের মাঠ
ঘাসের মতো লোম, সেইখানে-
সেই নগরে সারাদিনক্ষণ কমলা রং
জ্যোৎস্নার প্রাসাদে রাজকন্যার হাত
খুব গোপনে, নারীর মতো রূপ
দেখায়ে যায় সুন্দরী পাতা পরে
বিধবা পা-বনে বনে; চারদিকে সে

কেন ডাকে? কেন দেখায়ে যায় রূপ?
নীলাভ ইশারায় গভীর অনায়াসে
বিষণ্ণ ঘ্রাণ, পাটখড়ি জ্বালাইয়ে ধূপ
হাওয়ার বুকে ঠাসা আশ্বিনের রোদ,
জলসমুদ্র পাশে, তবুও নগর জ্বলে
অন্ধাকারের ভিড়ে পৃথিবীর নীরবতা
প্রাণের আলোড়ন, মানুষের গভীর সৌন্দর্য,
স্নিগ্ধ পৃথিবীর বনে-কাশফুল পরী
আহ! সভ্যতার আহবানে পুরোনো আলিঙ্গন

আমাদের প্রেম চালতা টকের মতো;
সহধর্মীনির পবিত্র চোখ ঝরায়ে যায়
চিতার কামড় উপেক্ষা হরিণার লাফ,
ডোরাকাটা চামড়ার প্রান্তরে ভয়াবহ প্রেম-
ঘুমহীন লেবুর গন্ধ ছড়ায়ে বর্ণতরী চিল

১১ অক্টোবর ২০২০। মিরপুর, ঢাকা।

টিপু সুলতান সম্পর্কে

টিপু সুলতান লেখক নামঃ আদি সানম ১২ অক্টোবর ১৯৮৬ কেশবপুর, যশোর। বাংলাদেশ। জীবন বৃত্তান্ত; লিকলিকে স্বচ্ছ ক্যানভাস নদীর শরীরে উপচে পড়া প্রেমালিকার ঢেউ, স্রোতস্বিনী কল্লোলঃ প্রথম বার্তা,সবুজ আফ্রোদি উদ্দ্যানে গানের বাঁশিতে সংগীত শোনায়- লেবুগাছ ঘ্রাণ-আলাজ শরবত আমার পূর্ণানন্দ, নক্ষত্র-পৃথিবীপৃষ্ঠ হৃদয়বীণা রোদে পোড়া সখিনার রক্ত,শাদা দুধের মা; কালোত্তীর্ণ সন্তান আমি তাঁর শেষ অনন্দটুকুর ছায়ানট- মানুষ হয়ে ওঠা প্রবাদ ও সংলাপ। ★ প্রথম কাব্যগ্রন্থঃ গৃহ কারাগার।২০১৭ ইং। নৃ প্রকাশন,ঢাকা। প্রচ্ছদঃ কাব্য কারিম। ★ যৌথ কাব্যগ্রন্থ থেকে জাতীয় ম্যাগাজিন,লিটল ম্যাগ, পোর্টাল, জাতীয় পত্রিকাসহ বিভিন্ন ব্লগে টুকিটাক লেখালেখি। প্রিয় বাক্যঃ আমি ভালো আছি, তুমি...

5 thoughts on “পুরোনো আলিঙ্গন

  1. কবিতায় অসাধারণ এক কাব্য গল্পের অনুসন্ধান। অভিনন্দন কবি মি. টিপু সুলতান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. ডোরাকাটা চামড়ার প্রান্তরে ভয়াবহ প্রেম-
    ঘুমহীন লেবুর গন্ধ ছড়ায়ে বর্ণতরী চিল

    বাহ্

  3. ভালো লাগার এক কবিতা পড়লাম। শুভকামনা  থাকলো কবি দাদা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।