যাহার কোমর ধরে শুয়ে আছো
কোজাগরী জ্যোৎস্না-প্রাক্তন প্রেমিকার
লাল ব্লাউজ ভিজে লুটিয়ে পড়েছ
তীক্ষ্ণআলো, চিকনধারা-জোনাকি শোরগোল;
এত সব আয়োজন পৃথিবীর গায়ে কম্পমান
আবছায়া বারান্দায় দাঁড়াইয়া গিলে খায়
আমার মাশকলই চোখ
ঘাস ও ধূলোপথে রুয়ে যাওয়া গহীন টান!
3 thoughts on “এতসব আয়োজনে গহীন টান”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কবিতায় ঘাস ও ধূলোপথে রুয়ে যাওয়া গহীন টান! অসাধারণ হয়েছে লিখাটি।
অসামান্য লেখনী ।
চমৎকার লিখেছেন শ্রদ্ধেয় কবি দাদা। শুভকামনা থাকলো।