ঠোঁটের উপর চা চুমুকের উষ্ণতা
নতুন এক সুঘ্রাণে প্রাক্তন শব্দ ওড়ে
নৈঃশব্দ্যের কার্তিকে ভাঁটফুল চোখ-
মুখোমুখি, তারপর স্থির হয়ে থাকে
নিমের ডালপালায় অপরাহ্ন রোদ
পরবর্তী আলিঙ্গন জড়াতে জড়াতে
চিবিয়ে নিচ্ছে লুকোচাপা সারারাত,
ছেঁড়াখোঁড়া শীতকাটানো বুকেপিঠে
গোপন কলরব, অপ্রিয় অভিনয়,
জ্যোৎস্নাময় পৃথিবীর বেচাকেনা দোকানে
চুমুকের উষ্ণতা ফুরিয়ে যাচ্ছে
সকল ছাপচিত্র, রূপকথার মতো; এইতো-
3 thoughts on “চুমুকে প্রাক্তন সমগ্র”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
চমৎকার উপস্থাপন করেছেন।
ছেঁড়াখোঁড়া শীতকাটানো বুকেপিঠে
গোপন কলরব, অপ্রিয় অভিনয়,
জ্যোৎস্নাময় পৃথিবীর বেচাকেনা দোকানে।
বেশ ভাবনাময় কবি দা