তোমার বুকের ভেতর গল্প দুটো-
অগোছালোয় নড়ে, ইচ্ছে করে ডাকে
নিত্য নতুন আবিস্কারে সঙ্গীতা রাত-রোদ্দুরে
ঘুমিয়ে পড়া নদী, শিশুর মতো মাঠ-
ছাদ বাগানে সন্ধেগুলো যুগল টিকটিকি!
2 thoughts on “ছাদ বাগানে সন্ধেগুলো”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
তোমার বুকের ভেতর গল্প দুটো-
অগোছালোয় নড়ে, ইচ্ছে করে ডাকে
নিত্য নতুন আবিস্কারে সঙ্গীতা রাত-রোদ্দুরে
ঘুমিয়ে পড়া নদী, শিশুর মতো মাঠ-
ছাদ বাগানে সন্ধেগুলো যুগল টিকটিকি!
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সুন্দর এবং পরিচ্ছন্ন কবিতা। শুভ সন্ধ্যা প্রিয় কবি মি. টিপু সুলতান।
ভালো লিখেছেন, কবি। শুভকামনা থাকলো।