মহানগরে থাকি, অথচ তোমার মতো একা
কেবল পলক ভেজা অন্তর্যামি আঁকে
পাতার ঘুঙুরে বেজে ওঠা শ্রাবণ মাতম-
আমরা। সংসারভর্তি সম্পর্ক ছেনে
প্রেম সংক্রমণে জড়ায়ে যাচ্ছিলাম
একপ্রকার ঝুরঝুরে অনন্ত সারগামে
মনে হয়, জলপাই নগরে
পুরনো পরাগবন পালক ভিজিয়ে
দূরে শরীরবৃত্ত উৎসব জাগায়ে তুলছিল
ম্যানগ্রোভ আঙুলের মুখরিত বন্দনা-
তোমার চুপসে যাওয়া তাবৎ যুদ্ধং, বসন্ত;
অনিদ্রাস্মৃতির নীল শিয়রে জমানো-উৎসর্গ!
অনিদ্রাস্মৃতির নীল শিয়রে জমানো-উৎসর্গ! … অসাধারণ উপমাময় কবিতা।