অযথাই তোমাকে নিয়ে ভাবছি। এই ভেবে ওঠা
কবিতা লেখবার মতো; তন্ময় চোখ ভেঙেচুরে
খানিকটা পথ এগোনো সব স্বপ্ন জড়ো করে বসা-
কেবল এই মহান দিনে কিংশুক হাওয়া নিয়ে
গোলপাতার চরকায় কেটে যাচ্ছে দায়মাত্র সুখ
ঘাস কাতরানো দক্ষিণে ব্যস্ত সড়ক-বহু লোক
বাড়ি ফেরার পাল্লা দিয়ে দেখা হচ্ছে প্রতিদিন
অথচ তুমি কি হতে যেয়ে কি হয়ে গেছ
ওলানবদ্ধ সুন্দরবনে, নদ-নদী কিংবা যাই হোক…
1 thought on “বাড়তিসুখ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বরাবরের মতো এককথায় পরিচ্ছন্ন কবিতা। শুভেচ্ছা প্রিয় কবি মি. টিপু সুলতান।