অশ্লীল নেশায় তোমাকে জড়াইয়া ধরে
-হাঁটতেছে। আহা! হৃদবৃদ্ধ মানুষকে
পেছনে রেখে নগর কিংবা মেথরপাড়া
কলোনির সম্মুখে গান গাওয়া-যুবক।
জোরছে গাইতেছে, গলা ছাইড়্যা-
পথের সিথান বেয়ে-মাঘীপূর্ণিমার
নিশানা এঁকে মলিন পাতায়
থকথকে জ্যোৎস্না, এমন এক
সমুদ্রের মাছগন্ধী বালিকার
স্তন হতে ডেটলের গন্ধ ভাসিয়ে আনছে
স্নিগ্ধ দৃষ্টিরেখা-যেন ধাবমান ট্রেন
স্বর্ণাভ হৃদয় নিয়ে প্রণয়প্রবেশে
এগোচ্ছে এক শীতল পাপের
উত্তীর্ণ সতর্কতা-আর মধ্যরাতের
দেয়ালে আঁকা হচ্ছে দুধাশ্রয় চুমুক!
স্বর্ণাভ হৃদয় নিয়ে প্রণয়প্রবেশে
এগোচ্ছে এক শীতল পাপের
উত্তীর্ণ সতর্কতা-আর মধ্যরাতের
দেয়ালে আঁকা হচ্ছে দুধাশ্রয় চুমুক! ___ চমৎকার।
বেশ ভালো লাগলো পড়ে। ❤